ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সবুজে ঘেরা মনোরম পরিবেশে, সিডস্টোর বাজার থেকে মাত্র ২ কিমি পূর্বে অবস্থিত একটি ব্যতিক্রমধর্মী পর্যটন কেন্দ্র – গ্রিন অরণ্য পার্ক। ২০২১ সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন হওয়া এই পার্কটি শুধুমাত্র একটি বিনোদন কেন্দ্র নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক স্থাপত্যের এক অনন্য মেলবন্ধন।
প্রকৃতি আর আধুনিকতার চমৎকার সংমিশ্রণ
সাধারণত পার্ক বলতে আমরা বুঝি কৃত্রিমভাবে নির্মিত একটি এলাকা। কিন্তু গ্রিন অরণ্য পার্ক এই ধারণাকে বদলে দিয়েছে। এখানে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে বিভিন্ন স্থাপনা, যাতে করে পরিবেশের সৌন্দর্য অক্ষুণ্ন থাকে। কিডস জোন থেকে শুরু করে বড়দের জন্য রাইড, সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে গড়ে তোলা হয়েছে প্রশস্ত এলাকার মাঝে, যাতে করে পার্কের কৃত্রিমতা কমে গিয়ে প্রকৃতির ছোঁয়া অনুভব করা যায়।
কৃত্রিম লেক ও বোট রাইড
পার্কের মাঝখানে রয়েছে মনোমুগ্ধকর এক কৃত্রিম লেক, যেখানে রয়েছে বোট রাইডের সুব্যবস্থা। পরিবার বা বন্ধুদের নিয়ে লেকের শান্ত জলে বোটিংয়ের মজাই আলাদা।
থাকার ব্যবস্থা ও শ্যুটিং স্পট
গ্রিন অরণ্য পার্ক ধাপে ধাপে গড়ে তোলা হচ্ছে এক পূর্ণাঙ্গ রিসোর্ট ও শ্যুটিং স্পট হিসেবে। এখানে নির্মাণাধীন রয়েছে বেশ কিছু আকর্ষণীয় কটেজ, যা অদূর ভবিষ্যতে পর্যটকদের রাত্রী যাপনের জন্য উন্মুক্ত করা হবে। এছাড়া পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্যের কারণে এটি হয়ে উঠছে আলোকচিত্র ও ভিডিও শ্যুটিংয়ের জন্য আদর্শ একটি স্থান।
শিশুদের জন্য আলাদা কিডজ জোন
শিশুদের জন্য রয়েছে আলাদা একটি কিডজ জোন, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড ও খেলার ব্যবস্থা। পার্কটি তাই সব বয়সী দর্শনার্থীদের জন্য এক উপযুক্ত গন্তব্য।
আরও যা থাকছে…
পার্ক জুড়ে রয়েছে:
- লেকসাইড পেভমেন্ট
- ছোট ছোট ব্রীজ
- ঘুরে বেড়ানোর জন্য সুশৃঙ্খল চত্বর
- দৃষ্টিনন্দন স্থাপত্য
কিভাবে যাবেন?
দেশের যেকোনো প্রান্ত থেকে বাসযোগে সহজেই পৌঁছানো যায় ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি বা সিডস্টোর বাজার পর্যন্ত। সেখান থেকে রিকশাযোগে পৌঁছে যাওয়া যায় পার্কে। ব্যক্তিগত গাড়ির সুবিধা থাকলে সরাসরি পার্ক পর্যন্ত যাওয়া সম্ভব। সিডস্টোর বাজার থেকে পার্কে যাওয়ার গ্রামীণ রাস্তাও চমৎকার – সেই পথটুকুও হবে এক আনন্দময় ভ্রমণ।