1. mohiturrahman335@gmail.com : mohiturrahman335@gmail.com :
       
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

অর্থহীন: যুক্তরাষ্ট্র সফরে প্রথমবার

  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫

২৬ বছরের সংগীত সফরে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যাচ্ছে ব্যান্ড অর্থহীন। জানা গেছে, সেখানকার ১২টি শহরে গাইবে এই ব্যান্ড।

বিষয়টি নিশ্চিত করে ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটো জানিয়েছেন, নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ মোট ১২টি শহরে পারফর্ম করবে অর্থহীন।

টিটো বলেন, ‘দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা চলছিল। কিন্তু সুমন ভাইয়ের (বেজবাবা সুমন) শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। তাই আমরা আবার কনসার্টে ফিরেছি।’

বলা প্রয়োজন, এই কনসার্ট ট্যুরের আয়োজক হিসেবে থাকছে মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস। আয়োজকরা জানিয়েছেন, খুব শিগরিরই সময়সূচি ও ভেন্যুর বিস্তারিত তথ্য অর্থহীনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

এটাও বলা প্রয়োজন, বেশ কয়েক বছর ধরেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে আসছেন অর্থহীন ব্যান্ড প্রধান ও বেজ গিটার বাদক সাইদুস সালেহীন খালেদ সুমন। ২০১২ সালের দিকে সুমনের মেরুদণ্ডে প্রথম ক্যানসার হয়েছিল। এরপর মস্তিষ্ক, পাকস্থলী আর কিডনিতেও ছড়িয়ে যায়। সর্বশেষ তিনি পায়ে আক্রান্ত হন। এ পর্যন্ত তার শরীরে ২০ বারেরও বেশি অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে অনেকটা সুস্থবোধ করায় তিনি আবার কনসার্ট ও গান প্রকাশে সক্রিয়।

শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন

আরো খবর দেখুন