ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় আছমা আক্তার (৩১) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী গ্রামের সিডস্টোর বন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আছমা আক্তার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিলবোকা কাঁঠাল গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, আছমা আক্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী গ্রামের সিডস্টোর বন কর্মকর্তার কার্যালয়ের সামনে দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির বালুবোঝাই একটি ট্রাক তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
ভরাডোবা হাইওয়ে থানার (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।